Monday, January 1, 2024

নব অঙ্গীকার --- দুর্গা শংকর দাশ

নব অঙ্গীকার
দুর্গা শংকর দাশ
01,01,2024
নতুন বছর আনে নবীন চেতনা,
   নব উন্মাদনা আর নবীন প্রেরণা।

নব বরষের প্রাতে  নব উপহার,
   নবারুণ রশ্মি স্নাত নব পারাপার।

নব নব চিন্তা যত মানবের মনে,
   নবীন প্রানের দোলা জাগে প্রতিক্ষণে।

মুছে যাক সুপ্রাচীন জ্বরা ক্লেদ গ্লানি,
     লুপ্ত হোক পুরাতন সে অসার বাণী।

নব নব কর্মধারা নব সঞ্জীবনে,
    নিয়োজিত হোক সদা মানব কল্যানে।

নববর্ষ উদযাপন হোক বিধিমত,
     অঙ্গীকার করি সবে একত্রে সতত।

ধরা হোক মধুময় মধুর মলয়,
     শুষ্ক শীর্ন জড়তার ঘটুক প্রলয়।

লুপ্ত হোক ভ্ৰষ্টাচার পাপাচার যত,
     নির্মল সমাজ হোক আজ কুসুমিত।

কাননে প্রান্তরে আর ধরণীর মাঝে,
        পবিত্র চেতন চিন্তা  উঠুক গরজে।

হে মানব! আজি প্রাতে কর অঙ্গীকার,
         মুছে দেবে অতীতের কলঙ্কের ধার।

নববর্ষে করি সবে মনন চিন্তন।
      রাখিবো সবার মান সদা চিরন্তন।

No comments: