Tuesday, April 11, 2023

শুভা রায় -- অভিমানী চৈতি

অভিমানী চৈতি
শুভা রায়
১০/০৪/২০২৩
বসন্তের বিদায় আর নববর্ষের অপেক্ষা....
এরই মাঝে নিশ্চুপে আসে চৈতিবেলা, ঋতুচক্রের শেষ লগনে!

এক বুক অভিমান সে 
করলো উজাড় আমার কাছে;
আমি কেন এত উপেক্ষিত
কোন গুরুত্ব কি আমার আছে ?

সকলে নতুন প্রভাতের অপেক্ষায় কালরাত্রির মত আমাকে বিদায় করতে পারলে বাঁচে!

বোঝালাম তাকে,
রেখো না মনে অভিমান..

তুমিই তো শুষ্ক শাখায় শাখায়
নব পল্লব করেছো দান!
তোমারই জন্য বাতাসে ভাসে
আম্র মুকুলের সুমিষ্ট ঘ্রাণ!
বেলি ফুলের সুবাসে মাতাল
সাঁঝবেলা রোজ দাও উপহার,
চৈতি রাতে একফালি চাঁদ
যেন আকাশের গলে চন্দ্রহার !

সবার তুমি বড্ড প্রিয়
ওগো চৈত্র মাস,
বিশ্বকবির সৃষ্টি মাঝে
তোমার স্থায়ী বাস।

"সেদিন চৈত্র মাস--
তোমার চোখে দেখেছিলেম
আমার সর্বনাশ" !!

No comments: