খুকির জামাই
--------------------
দীপক কুমার সিংহ
--------------------------
খুকির বড় আদরের জামাই
ষষ্টির দিনে নেই কামায় |
সকালে যত বাজারের বালায়
মাছ-মাংস,আম-কাঁঠালে তায় ||
শালা-শালীদের খুশীর অন্ত নাই
নতুন জামা শাড়ি চাই |
জামায়ের হাতে মিষ্টির বড় হাঁড়ি
শ্বশুর ঘরে খুশীর ছড়াছড়ি ||
খুকির জামাই মন্দ নয়
দিদিমা-স্বাশুড়ি সুমতির খুশীর অন্ত নাই |
নাতনি তার যতই করে মুখ
এক ধমকে করে তাকে চুপ ||
খুকির জামাই মুখে বাক্য নায়
পছন্দের তালিকায় সেরা তায় |
দাদু-শ্বশুর রঘুনাথের প্ৰিয় ভাই
বকর-বকর দুজনে করা চাই ||
মদন-খুকির আদরের বড় জামাই
খাওয়া-পরায় কোনো বাছ-বিচার নাই |
সাধারণের অতি সাধারণ মানুষ
ওড়ে না কখনো হয়ে ফানুস ||
No comments:
Post a Comment