Wednesday, January 20, 2021

সময়

সময়



সময় যদি ফিরে যেত
বারো বছর আগে ----
অনেক নোনাজলের হিসেব যেত মুছে ,
অনেক লেখনী হারাতো ঘুমহীন রাত ,
নিঃসারে মাথা রেখে ডাইনিংয়ে
বো-বো করে ঘুড়তে থাকা ফ্যানটাও
স্বস্তি পেত ।
কলম ছবি আঁকতো ফুল - নদী - পাখির ,
সময়ের দীর্ঘশ্বাস সুখশ্বাস হয়ে 
ছড়াতো অক্সিজেন ।
আর সোডার বোতলের মত
জীবন উথলে উঠতো আনন্দে .....

সময় যদি ফিরে যেত
কুড়ি বছর আগে ----
প্রাণোচ্ছ্বল জীবন তবে ঝড়না হতো ,
চারপাশে থাকত বাহারী ফুলের সমারোহ ,
উচ্ছ্বাসে গেয়ে উঠত পাখি ,
পাহারের মাথায় দেখা যেত সোনার মুকুট .....

সময়টা এগিয়ে এল বারো বছর পর ---
শ্যাওলায় নোংরা দূষিত জীবন ,
বিন্দু বিন্দু জমে বিষের বাষ্প ,
ঠোঁটের নীচের তিলটা থাকে অপেক্ষায়
শেষরাতে ভালোবাসার আকাঙ্ক্ষায় ,
বোধে আসে না আর শিউলির সুবাস ,
নিকোটিনের গন্ধে ভরে অবুঝ হৃদয়
সচল মস্তিষ্ক বেছে নেয় আত্মহনন ।

Friday, January 8, 2021

কথারা

কথারা



কথারাও পথ হারায় ---

যে কথা একদিন
কলকল্লোলে ফল্গুধারায় বইত ,
আজ তা নিষ্প্রাণ পাথর ।
ফুলে ফুলে দুলে দুলে বেড়ানো কথাদের
ছন্দ গিয়েছে হারিয়ে ।
রামধনু রঙের পাখনা মেলে যে কথারা
বিচ্ছুরিত হত আকাশে
আজ তারা শুধুই ধূসর
পাখিদের মত ডানা মেলে উড়ে বেড়ানো কথাদের
ডানা গিয়েছে কাটা ......

কথারাও বিপথগামী হয় -----

আকস্মিক বেপথু জীবনে
অকস্মাৎ খেই হারায়
লাটাইয়ের সুতো ছিঁড়ে উড়ে যাওয়া ঘুড়ির মত
আর ফেরেনা নিজস্ব ঠিকানায়

কথাদেরও অভিমান হয় ------

একরাশ যন্ত্রণা বুকে কথারাও
ফুঁফিয়ে কাঁদে , বালিশ ভেজায়
স্নানঘরে কান্নাভেজা কথারাও
উষ্ণতা চায় একবুক মরুতৃষ্ণা নিয়ে

কথারাও ভালোবাসে -----

স্নিগ্ধতায় ভরিয়ে দেয় হৃদয় ,
হৃদয়ের শুষ্ক গহ্বরে তোলে জলতরঙ্গের অনুরণন
প্রাণে আনে অক্সিজেনের জোয়ার
কোষে কোষে ভালোবাসার উন্মাদনা
কথার পুষ্পবৃষ্টিতেই উর্বর হয় সৃষ্টি
ফুল হাসে শুভেচ্ছায় ।

Tuesday, January 5, 2021

আমি যে পথশিশু

আমি যে পথশিশু



ক্ষুধার তাড়নায় পেট জ্বলে যায়
খাইনি সারাদিন কিছু ,
 দে না দিদি দুটো পয়সা --
আমি যে পথশিশু ।

গায়ে আমার নোংরা জামা ,
মাথার চুলে জটা ,
তাই বুঝি তোর ঘেন্না লাগে,
ছুড়িস পয়সা কটা ?

তোদের কাছে সামান্য যা ,
আমার পেট ভরায় তা --
তবু তোরা মেরে তাড়াস
যেন ঝামেলাটা !

বাবার স্নেহ , মায়ের আদর 
তোদের জন্য সব ----
আমার আছে শূণ্য জীবন
ক্ষিদের কলরব ।

তোদের ছেলে ইস্কুলে যায় --
পরে নতুন পোষাক
আমার পোষাক ছিন্ন শত ,
পোষাকময় দাগ ।

চুলের চরুনি চোখে দেখিনি ,
পাইনি পায়ে জুতো ,
দুটো পয়সা পেলে পেটটা 
ভরবে দিনের মতো ।

তোদের ছেলে থাক না সুখে ,
খাক না দুধে ভাত ,
আমার শুধু একটি বায়না ---
কাটুক আঁধার রাত ।

আমিও পাবো জামা , জুতো ,
ব্যাগভর্তি বই ---
হইনা আমি অনাথ শিশু ,
পথশিশুই সই ।