Friday, October 11, 2019

আলো

আলো

আমার চেতনায় জ্বলে রংমশাল , হলুদ পাতারা যায় উড়ে 
নীল , গাঢ় নীল আকাশ আমার চেতনা জুড়ে
এখানে শহর পোড়ে  , পোড়ে নিকোটিন
এক আকাশ শরৎ তবু আমার অধীন

শহরে ছড়িয়েছে রোগ , উদ্বাস্তু হৃদয়
উদ্ধত যৌবন আজ লাঠির আঘাত সয়
সম্ভাবনা যা বিকিয়ে গেছে মৃত প্রাণের হাটে
তরুন হৃদয় নেশাতুর হয়ে আলস্যে দিন কাটে

তবুও আগুন আকাশ জুড়ে , নতুন ভোরের আশা
নতুন প্রাণ সাজবে আবার , নিয়ে প্রাণের ভাষা
এসো আলো , আরো আলো , প্রাণের আলো কই
হেমন্তের সোনারোদে আবার সোনা হই ।

Tuesday, October 1, 2019

মেয়েবেলার কথা

মেয়েবেলার কথা

আমারও একটা মেয়েবেলা ছিল-----

তোমাদের মত মাঠ দাপিয়ে খেলে বেড়াবার
আমারও একটা মেয়েবেলা ছিল
প্যান্ডেল গুছিয়ে সরস্বতী পুজো করবার
তোমাদের মতই ----
কাঁধে করে টব বয়ে আনবার

আমারও একটা মেয়েবেলা ছিল ------

আমারও মহালয়ার রাত ছিল ,
পিকনিক ছিল , বন্ধুদের সাথে হুল্লোড় ছিল ,
দলবেঁধে বাজার করা ছিল

আমারও একটা মেয়েবেলা ছিল ------

পুজোয় ঘুরতে যাওয়া ছিল 
নাগোরদোলায় চড়া ছিল
দলবেঁধে রাত জাগা ছিল

আজকে সেসব কোথায় গেল

বন্ধুরা সব হারিয়ে গেল
লুকোচুরি খেলায় কাউকে
খুঁজে পাইনা আর
এত বড় বন পাহাড় নদী
বিশাল আকাশ সমুদ্র
কোথায় যে সব হারিয়ে গেল 
পাইনা খুঁজে আর

আজকের যত ক্লেদ গ্লানি

কাল সবই মুছে ফেলবে জানি
তবু শুধু একটুখানি
ফিরে পেতে চাই
আমার সেই মেয়েবেলা
নিষ্কলুস ছেলেখেলা
আবার মনের খুশির ভেলা
উচ্ছ্বাসে ভাসাই

মেয়েবেলা তো সার্বজনীন , মেয়েবেলা খেলাঘর

নতুন নতুন পুতুল নিয়ে গড়তে পিটতে হয় ।