Wednesday, July 3, 2019

মনোরমা

মনোরমা

একদিন যদি 
সব কাজ ফেলে
ছুটে যাই কোনো সাগরের কূলে
এমনি বিকেল 
সূর্য অস্ত
ফেলে যাওয়া যত কর্ম ব্যস্ত
ছায়া-মেঘ হয়ে
আকাশে ভাসত 
ঢেউ-য়ের তালে তালে ।
অস্ত-রবির 
সোনার ছোয়ায়
ব্যথাগুলি সব জলে মিশে যায়
নীল আকাশে
আলাপনে
কখন যেন আপন মনে হারায় ।
সকল বাধা
বন্ধন ছাড়া
অসীম শূন্যে নিমেষহারা
কোথায় এমন
পাগল করা
সুর ওঠে নিরালায় ।
সাগর সে তো
অসীম , অবাঙ
তবু কত না আপন আমার
একসাথে কত
সুখ-হাসি শত
ঢেউয়ের তালে ওঠে যায় ।
আশাহীন যত
ভালোবাসা ছিল
মুহূর্তে সবই আকাশে মিলালো
সোনা-হাসিমাখা
সাগর জলে
নবপ্রাণ লাভ হলো তায় ।

No comments: