শঙ্খের জন্য
বিহ্বলময় শান্ত অতীত , পর্ণমোচী বৃক্ষ
স্মৃতির প্রকোষ্ঠে আমার ন্যাড়া ছাদ
উদ্দাম ছাদে সূর্য অস্ত গেছে
অন্ধকারে রাত জাগে দুর্বিনীত বাসনা
বাসনা ---- তবু সোনা সে যে
অলঙ্কার পড়েছ গলায়
ঝিনুক নিয়েছ হাতে
মুক্ত হাড়িয়ে গেছে
হারাক ---- হারাক যত গ্লানি শতাব্দীর
হারাক কালের সীমা , আসুক ফিরে
আবার অতীত
এবারে ঝিনুক নয় ---- শঙ্খ খুঁজে নিও
শাশ্বত জীবনের অগাধ বিশ্বাস
No comments:
Post a Comment