Wednesday, February 6, 2019

উদ্বোধন

উদ্বোধন

বৃষ্টির প্রথম ফোটা

যেদিন প্রথম পড়েছিল কপালে আমার
ভেবেছিলাম জন্মান্তর হল ---


নবজন্ম লাভ !

এ কেমন জন্ম যদি মরণই প্রিয়

গোলাপের কাঁটায় বেঁধা শালিকের প্রাণ
নেই চেঁচামেচি হাকডাক , শান্ত নির্জন



অখন্ড শান্তি আমার হৃদয় খুঁড়ে খায়


এ বেদনা তারাখসার ম্লান আলোয়
সেই বোঝে , যাকে মূল ছিঁড়তে হয়


চশমার নীচে দুটো বাষ্পময় চোখ

শ্বাসরূদ্ধ হয়ে আসে নিকোটিনের ধোয়ায়
আরো পোড়ে ক্ষয় হয় খাঁচার ফুসফুস
তবু সচল অনর্গল সংবহন হয় ।

No comments: