Sunday, February 3, 2019

নীলিমা

নীলিমা

মনে পড়ে ম্লান মুখ তার
দু'চোখে বৃষ্টি অঝোর ধারায়
কান পেতে শুনি তার ভাষা
বুক নিঙারিয়া সুর

অজানা ভয়ে গুমরে ওঠে মন
কোন দেশে আছে প্রিয়জন
মনচোরা সেই অপার রহস্য ঘিরে

আবার জেগে উঠি সৃষ্টির কিনারায়
সুর হাসে , সুর ভাসে , সুর কেঁদে যায়

আকাশের নীল এসে কখন
মিশে যায় আমার কবিতায় ।

No comments: