শুধু তুমি
নিষ্পাপ শিশুর মুখে
যখন চেয়ে দেখি ,
কোন এক পবিত্রতা
আমায় আকুল করে ।
তোমার মুখের দিকে
যখন চেয়ে দেখি ,
শরতের আকাশের কথা
মনে পড়ে ।
শরতের শিশিরভেজা ঘাসে
পা ডুবিয়ে যখন
দূরের ঐ নদীটার দিকে তাকাই ,
কোন এক দূরদেশের স্মৃতি
মনে ব্যথা জাগায় ।
কলকল ছলছল টলমল জল
আকাশের রঙ চুরি করে
হাসছে খলখল ,
খুব ইচ্ছে করে ---
একবার স্পর্শ করি তোমায় ।
সদ্য ফোটা গোলাপ কুঁড়ির
মিষ্টি আঘ্রাণে
তোমার গায়ের গন্ধ
বয়ে আনে শান্তির নিঃস্তব্ধতা ।
No comments:
Post a Comment