Friday, December 21, 2018

নির্বাক

নির্বাক

কুয়াশার  চাদর গায়ে
ঐ যে আকাশ
একদিন
জুজু হয়ে বসে থাকা
বোবা কালা মানুষটাকে
কি কথা শুনিয়েছিল
নির্বাক নিঃস্পন্দ চিত্তে
বুড়ো চাঁদটার দিকে তাকিয়ে
আর এক বুড়ো মানুষ
মনে মনে চলেছিল
সংযোগ বোধহয়
তাই
হীমশীতল রাতে
নিবিড় কুয়াশায়
চাঁদের মত
নির্বাক হয়ে
কেটে গেল রাতের পর রাত
প্রহরের পর প্রহর ....

তবু
বোবা মুখে
ফোটেনা ভাষা
মেরুদন্ডে
জাগেনা বিদ্রোহের জোয়ার
ভাটার বালিতে শুয়ে শুয়ে
রাতের তারা গোনা
আর
কালকের প্রতীক্ষা
এক তপ্ত , উজ্জ্বল দিনের প্রতীক্ষা ।

No comments: