Thursday, December 20, 2018

জীবন

জীবন

রাত্রির বীভৎস নীরবতা
আকাশের কোনে
ম্লান চাঁদ
কিংবা
রাহুগ্রস্ত
শ্মশানে জ্বলছে
অহরহ
শবদাহ
অগ্নির বীভৎস লেলিহান শিখা
অন্ধকার আরো বাড়িয়ে দেয় ।

কুকুরগুলো 
স্তব্ধ হয়ে বসে আছে
কিসের প্রতীক্ষায়
শুধু বয়ে যায় নদী --
কখনো দুকুল ছাপিয়ে
কিংবা শীর্ণকায় -----

No comments: