Wednesday, December 26, 2018

Aaj rate

আজ রাতে

নিঝুম রাত্রির গোঙানি শোনা যায়
নিঃসঙ্গ এ জীবন
বোধহয় অসহ্য লাগে তার
নিথর রাত্রির কান্নায়
কার অনুপস্থিতি ইঙ্গিত পায়
হিমপরশও দংশন করে
নিঃসঙ্গ রাত্রির বুকে
চাঁদের মহিমা অবলুপ্ত হয় বুঝি
তার কান্নার স্রোতে

কে আসবে পাশে তার
একটু সোহাগের ছোঁয়ায়
শুকিয়ে যাবে অশ্রুজল
জ্বলবে আশার প্রদীপ

এসো , তুমি এসো ।

No comments: