Wednesday, August 29, 2018

জীবন

জীবন

আশ্বিনের ভোরে
শিউলির বনে
কারা গান গায় 
বাঁশি বাজায়
মন আমার হয়েছে
আজ পাগলপারা ।


বানভাসি মানুষের
হাহাকার রব
নিরাশ্রয় চোখের
করুন দৃষ্টি
অনাহারে ক্লিষ্ট মুখে
ব্যর্থ হয়েছে আশা ।


রণক্ষেত্রে মৃত্যুবরন
উদ্বাস্তু জীবন
ঘরেতে মায়ের ক্রন্দন
পিতার হাহাকার
বারুদের গন্ধে আবিল বাতাসে
ধ্বংস করেছে স্বপ্ন ।

No comments: