Wednesday, August 29, 2018

প্রতীক্ষা

      প্রতীক্ষা  

শরতের শুভ্র আকাশ -
দ্বিতীয়ার চাঁদ তখন মধ্য গগনে ,
ঝিরিঝিরি বাতাস তখন কুয়াশার
হালকা পরশে মৃদুমন্দ বইছে ।
রজনীগন্ধার ক্ষেতের ধারে
বসে থাকা দুটি প্রাণী ।
রজনীগন্ধার গন্ধে মোদিত বাতাস
সুরসুরি দিচ্ছিল নাকে ।
পাশাপাশি দুটি প্রাণী ,
হাতের পরে হাত ।
মন দেওয়া নেওয়ার পালা সাঙ্গ করে
অসীম মিলনের প্রতীক্ষা শুধু ।

এমনিভাবে - শুধু এমনিভাবে
আজন্ম রয়েছে বসে তারা
যুগ যুগান্তর ধরে -
বয়ে চলে সময় , কেটে যায় প্রহর ,
তবু হাতের পরে হাত , 
প্রতীক্ষা শুধু মিলনের ।