Saturday, July 7, 2018

তোমার জন্য ছন্দ

তোমার জন্য ছন্দ


ছন্দ , তোমার পায়ের নুপূর
রূদ্ধ কেন আজ
ছন্দ আমার রাজেশ্বরী
কোথায় মাথার তাজ
কোথায় তোমার খিলখিলানো
খরস্রোতা হাসি
উদাস পথিক স্তব্ধ যে আজ
হাসে না তার বাঁশি
ছন্দ তোমার দুচোখ বেয়ে
ঝরছে অশ্রুধারা
আঃ ! কি বেদনায় আকুল , হৃদয় 
হল প্রাণহারা
ছন্দ , তোমার পাতায় পাতায়
বেওয়ারিশ লাশ
ফুলের শিশু ঘুমিয়ে আছে
স্বজনহারা পাশ
ঘুম ভাঙে না , ঘুম ভাঙে না
হায় , নব ঈশ্বর
সোহাগ আমার ডুকরে কাঁদে
ঝরবে কার ওপর
ছন্দরে তোর রুক্ষ কেশে
জটাজালের ঘোর
অমাবস্যার আঁধার ঘনায়
স্নিগ্ধ মুখে তোর
প্রাণের মাঝে ছন্দ আমার 
মনের মাঝেও তুই
তোর ডাকেতেই ঘুম ভাঙতো
তোর বিহনে শুই
ঘুম আসেনা বিরহে তোর
মাথায় কঠোর আগ
বর্ষা ঘনায় বর্ষা বিদায়
বিদায় নিয়েছে ফাগ
গ্রীষ্ম প্রখর সারা দুপুর
কি অসহ্য তাত
এসো হে ছন্দ , চিরানন্দ
হাতে রাখ তোর হাত
আবার আমায় মানুষ করো
ভাঙো কঠিন দ্বার
প্রাণের বন্যায় ভাসিয়ে চলো
স্রোত দু্র্নিবার ।