Tuesday, December 12, 2023

কবিতার অভিমান -- জয়া গোস্বামী

কবিতার অভিমান
জয়া গোস্বামী
১২-১২-২০২৩


কবিতার অভিমান কবি একাই কি বুঝতে পারে,
যে লেখা নিত্য আসে  কবিতার মাঝে হৃদয় নিঙড়ে।
কবিতা বুঝতেই চায়নি কবির হৃদয়ের হাহাকার ,
 খানাখন্দ ভেঙে তবেই তো হয় কবিতার সাথে কবির সাক্ষাৎকার।

মন খারাপের ক্ষণে কবিতার সাথে চলে কবির কত বচসা, 
স্মৃতির আলেখ্য ফুটিয়ে তোলে কবি তার  ভালোবাসা।
কবি রোজ কবিতার মাঝেই তো লেখনীতে ডুবে মরতে চায়,
কবিতা কেন বোঝে না কবি কিছুই তো না পায়।

পাতায় চলে পাঠকের মনোরঞ্জন করার অঙ্গীকার,
শব্দের গায়ে সেই একাকিত্বের ঘ্রাণ নেই'তো কবির অহংকার। 
কবি তোমাকে জয় করতে চেয়েছিলো শুধুই কবিতা,
আজ কেন কবি খাতার মাঝে দেখছে নিজের ব্যর্থতা।

অবহেলার ধুলো গায়ে মাখতে মাখতে বাড়ে দূরত্ব,
 শুধায় কবি কেন দাও না কবিতা কবিকে গুরুত্ব। 
কখনও ছন্দ ,কখনও গদ্য , বোঝে না ;কবি যে হয় বিরক্ত,
বুঝবে না কবিতা কবি যে লিখতে বসে হৃদয় করে রক্তাক্ত। 

যদি-ও বা জানতে,তাহলে প্রেম বিনিময় একবার করতে,
কবি দু’চোখ জুড়ে গোধূলির সমাপ্তি এঁকে দিতো খাতাতে। 
তোমাকে সাজাতে গিয়ে বেমালুম ভুলে যায় কবি নিজেকে,
মৃতপ্রায় অনুভূতির জীর্ণ দেহে খুঁজে বেড়ায় কবির নিজস্বতাকে৷

সে শুধু আমার -- বিজন রায়

 সে শুধু  আমার। 
 বিজন রায়।
১১/১২/২০২৩


 বর্ণমালায় সেজে ছিলে তুমি
 তাই এত সুন্দরী-
 কবির কণ্ঠে কথা কলি তুমি
 কানন কুসুম মঞ্জুরী। 

 তুমি বুকে আছো মোর কণ্ঠে আমার
 ধ্যানে আছো মোর জ্ঞানে-
 তুমি প্রেমে আছ বিচ্ছেদে
 কুমারী বক্ষে গোপনে। 

 তুমি আছো বসন্তে বর্ষায়
 শরতে কাশ বনে-
 আছো,কোকিলের ডাকে ষড়শি রূপবতী
 কবির কবিতা গানে। 

 আছো মিলনের সুখে,অসুখী
 বিরহ জ্বালায়-
 হুতাসি দুঃখীর হাহুতাসে আছো
 ফুল হয়ে দেবতার পায়। 

 আছো নবীনে প্রবিনে বিপ্লবে
বাগ্মীর মুখে ইতিহাসে-
 হাসি কান্নায় মিশে আছো তুমি
 শান্তিতে সন্ত্রাসে। 

 সৃষ্টিতে আছো স্থিতিতে প্রলয়ে
 নিঃশ্বাসে মৃত্যুতে-
 প্রেম হয়ে থাকো অন্তরে মোর
 কথামালা হয়ে ঝরিতে।