Wednesday, July 22, 2020

ফিরে চাও

ফিরে চাও
Ranga Mati Pather Dhare @Indranil sen - YouTube
কুয়াশাভরা দু'চোখ আমার ।

স্মৃতিপথে আন্দোলিত পৃথিবীর ধূ্লারাশি
তোমার পথের ধারে পড়ে আছে অবহেলায়
জানি তার প্রয়োজন নিঃশেষিত আজ ,
অথচ বলেছিলে , যখন সেগুনের ছায়ায়
বসে দুজনে , ছেঁড়া ছেঁড়া সোনাঝুড়ি বট
দূরে কোন গ্রামখানি হাতছানি দেয়


সেই মরুবালি বুঝি চোখের তারায়
করেছে অসীম ক্ষত , মরুপথে সাগর হারায়


আজো তবু বৃষ্টি ঝরে আমার অঙ্গনে
মরুত্তাপ শুষে নেবার আপ্রাণ চেষ্টা
প্রলয়ের মরুঝড় তোমার আকাশে
আবার ' সুজলাং সুফলাং ' হবে তো দেশটা ?

Tuesday, July 14, 2020

প্রত্যুত্তর

প্রত্যুত্তর

55+ Forest Fire Wallpapers on WallpaperPlay

হঠাৎ করে বুকের পাথরে আগুন জ্বলে ওঠে
দাবানল যাকে বলে --- বনের গাছপালার
ডালে ডালে মাতামাতি লাগে , আগুনের
লকলকে শিখা দগদগে ঘা করে করে
পোড়াতে পোড়াতে অগ্রসর হয় , অপেক্ষা করে
নিশ্চিহ্ন অবসানের ।
                          
                          তোমার উর্বর জমিতে এবার
কতটা ফসল ফলিয়েছ বলনি তো । আশা করি
লাভের অঙ্কটা অন্যবারের চেয়ে বেশিই হবে , 
বিগত বছরের ছাইচাপা আগুন আমাকে পোড়ালেও
তুমি নির্মল , একেবারে অগ্নিবিমুখ ।