Saturday, July 20, 2019

একান্ত সংগোপনে

একান্ত সংগোপনে

অনুভবে , মনের কোনে
আমার একান্ত সংগোপনে
কোন অমাতে আছিস ওরে
ছোট্ট আলোর কণা ।

নিশিদিনের অনুভবে
ছোট্ট দুটি ওই মুঠিতে
এত কি তোর শক্তি ওরে
পারবি দিতে হানা ।

আমার গহন আঁধার রাতে
মিষ্টি মধুর কল্পনাতে
কত বিচিত্র অনুভবে
আছিস সাথে সাথে
কেমন করে বোঝাই সবে
লক্ষ্য মানিক কোথায় জ্বলে
দিনের অত আলোর মাঝে
তারায় ভরা রাতে ।

Wednesday, July 10, 2019

তোমায় মনে পড়ে

তোমায় মনে পড়ে

দক্ষিন আকাশ যখন

কালো , চাপ চাপ মেঘে ঢেকে যায়
তখন তোমার কথা মনে পড়ে ।

মেঘলা দিনের ঘনায়মান অন্ধকারে

পাখির দল যখন 
অসীম ব্যস্ততায় বাসায় ফেরে
তখন তোমার কথা মনে পড়ে ।

আরো অন্ধকার যখন

সমস্ত পৃথিবীটাকে ঢেকে ফেলে
যখন বড় বড় গাছগুলোকে
অশরীরীর মত মনে হয়
তখন তোমার কথা মনে পড়ে ।

একঝলক দমকা হাওয়া

যখন আসুরিক শক্তিবলে
কালো মেঘগুলিকে
টুকরো টুকরো করে ছড়িয়ে দিতে থাকে
তখন ---- 
তোমায় মনে পড়ে ।
ভীষণরকমভাবে মনে পড়ে ।

Wednesday, July 3, 2019

মনোরমা

মনোরমা

একদিন যদি 
সব কাজ ফেলে
ছুটে যাই কোনো সাগরের কূলে
এমনি বিকেল 
সূর্য অস্ত
ফেলে যাওয়া যত কর্ম ব্যস্ত
ছায়া-মেঘ হয়ে
আকাশে ভাসত 
ঢেউ-য়ের তালে তালে ।
অস্ত-রবির 
সোনার ছোয়ায়
ব্যথাগুলি সব জলে মিশে যায়
নীল আকাশে
আলাপনে
কখন যেন আপন মনে হারায় ।
সকল বাধা
বন্ধন ছাড়া
অসীম শূন্যে নিমেষহারা
কোথায় এমন
পাগল করা
সুর ওঠে নিরালায় ।
সাগর সে তো
অসীম , অবাঙ
তবু কত না আপন আমার
একসাথে কত
সুখ-হাসি শত
ঢেউয়ের তালে ওঠে যায় ।
আশাহীন যত
ভালোবাসা ছিল
মুহূর্তে সবই আকাশে মিলালো
সোনা-হাসিমাখা
সাগর জলে
নবপ্রাণ লাভ হলো তায় ।