Monday, May 20, 2019

পরিণয়

পরিণয়

হাতে ধরা চায়ের কাপটা

কেঁপে উঠল তার
এ কাকে দেখছে সে

মনে পড়ে গেল

কুড়ি বছর আগের দিনটা
সদ্য কলেজে ভর্তি হওয়া একজোড়া স্বপ্নিল চোখ
উপরে নিয়েছিল লোকটা
বিবাহের নামে
চলেছিল পাশবিক যান্ত্রিক অত্যাচার
একাধিক দানবের
ছিঁড়ে-খুঁড়ে খেয়েছিল অস্থি-মজ্জা-মেদ
দিন-রাত

বাবা ছিল অসহায়

মায়ের খেলাঘরে পুতুলপ্রায়
তাই মায়ের ইচ্ছায়
ঘটেছিল সব
মা----নয় ---- 
সৎমা যে তার

পারেনি সে প্রতিবাদি হতে

কারো ভরসায়

তারপর ------
কত প্রচেষ্টা , কত পরিকল্পনায়

সুযোগ এসেছিল একদিন
পালাবার ---
উদরে নিয়ে ছোট্ট প্রাণের বীজ

কেটে গেছে কুড়িটি বছর

বহু কষ্টে , বহু বেদনায়
কেটেছে যে দিন ---
তা জানে ইতিহাস
আজ সে যে এক কন্যার মা
আবার একজোড়া স্বপ্নিল চোখ

কিন্তু বিধির এ কি লিখন

আবার কি হেরে যাবে সে
মেনে নিতে হবে আবার পরাজয়

না ----

সে তো সৎমা নয় ---
সে যে মা ---
নাড়ী ছেঁড়া ধন তার
পারবে না কিছুতেই

দিতে হবে যোগ্য শাস্তি তাকে

যার দোষে স্বপ্ন তার ধুলিসাৎ আজ
তাই ----
বড়ো যত্নে চা নিয়ে যায়
মুখ ঢেকে ঘোমটায়

বোঝে না সে কোন অতীত তার

হানা দেয় চোরা পথে
পরম আবেশে --- তাই ---
চা করে পান
তারপর ---
সব ইতিহাস

ক্রমে তার শরীর নীল হয়ে যায় ।

Thursday, May 9, 2019

প্রনতি তোমায়

প্রনতি তোমায়

'সহজপাঠে'র সহজপথ অতিক্রান্ত আজ
স্বপ্নসুষমায় তুমি --- বঙ্গের রামধনু ,
শতবর্ষ পরেও , নবঘন পল্লবের স্তরে কম্পমান ।
তোমার কাব্যবলাকা উর্দ্ধনীলাকাশে
স্বপ্নের মেদুরতায় জোনাকি জ্বালায়
রক্তে রক্তে অনুভূত স্পন্দনে তুমি

তবু , খেদ নয় কম ----
হারিয়ে গেছে তোমার অমল সুধার দল
হাযিয়ে গেছে তারাপদ
হারিয়ে গেছে ঐ পদ্মাতীর , উজানে কোজাগরী পূর্ণিমার চাঁদ
আদর্শহীন ইন্ধন এখন মৃত্যুঘুঘুর ফাঁদ
এখনো 'বাবু'র দলে 'পারিষদ' জোটে মেলা
তোমার উপেন বড়ো বেশি অসহায়
বসন্ত আসে ফিরে , প্রকৃতি শ্যামলে সাজে
মিথ্যার আশ্রয় 'পুরাতনভৃত্যে'র চোখের কোনায়
তোমার ভারততীর্থ পুণ্য মহামানবের তীর
ধর্ষকাম মানুষের নিরাপদ আশ্রয়
'গুপ্তধনে'র নেশা এখনো হল না শেষ
কত ' বোষ্টমী ' মিথ্যাচারে আবদ্ধ গুরুর কৃপায়
কত যে ' সমাপ্তি ' অসমাপ্ত , 
উপেক্ষিত ব্যথিত মৃন্ময়ীর আহ্বান
সুভার অন্তর্বেদনায় বিদ্ধ হয় না কেউ
হাজার হাজার দক্ষিনারায় বিবেকের দংশণে
নিশীথে শোনেনা আত্মসুর
কোনো মেহের আলি আর শোনায় না সত্যস্বর ,
তবু জানি মেহের আলি ' সব ঝুট হ্যায় , সব ঝুট হ্যায় '
কালের যাত্রায় বেঁধেছ যে রথের রশি
স্থবির তা , আসে কোন সত্য সুন্দর ,
কবির লেখনী বা গায়কের গীত
তোমার ' জনগন '
রয়েছে সেই প্রতীক্ষায় ।