Monday, December 10, 2018

বার্তা

বার্তা

রক্তাম্বু নদীর তীরে
ভোরের কাক হয়ে
কি বার্তা বয়ে আনে
বিশুষ্ক বাতাস ।


পাতা ঝরাবার দিন
হয়েছে শুরু
পুরনোর হবে অবসান
প্রকৃতি উদাস ।


মেঘের ফাঁকে ফাঁকে
বাতাস ওঠে ফুলে
অভিমানে ভাঙছে আগল
দুর্বিনীত আঁশ ।


রঙীন প্রজাপতির
পাখায় ঝাপটা লাগে
ফুলের কৃত্রিম শাসন
ব্যর্থ পরিহাস ।

No comments: