Monday, December 24, 2018

Avipsa

অভীপ্সা

ভেবেছিলাম ----
উত্তরণ খুব একটা কঠিন হবেনা ।
রোগের কারন জেনে গেলে
আর তো রোগমুক্তির ভয় থাকেনা
চিকিৎসা শুরু করেছিলাম
যথানিয়মেই

তবু ----
কোনো কোনো রোগ তো থাকেই
যার চিকিৎসা নেই । ধীরে ধীরে
ক্ষয় হয় জীবন -- মন -- এই রোগে 
হাহাকার করে ওঠে মন
ফিরে পেতে চায় একবার সে জীবন
যে জীবন শুধু ফরিঙের , প্রজাপতির
পাতলা ডানায় ভর করে মুক্ত আকাশে উড়ে বেড়ানো --- ঊষা আর গোধুলীর
রক্তিম আবেশ মাখানো গায়ে ।
কৃষ্ণচূড়ার ফুলে ভরা সর্ব্বোচ্চ ডালটাতে বসে
হাওয়ার তালে তালে নেচে নেচে বেড়ানো
কি উন্মাদ সে জীবন --- চোখে
কত স্বপ্ন ।

No comments: