Tuesday, October 23, 2018

এসো আবার

এসো আবার


সৃষ্টির আনন্দে মেতে আছি
বহুদিন পর -

এখনো তো আছে দেখি অস্তিত্ব তোমার

আমার বিনিদ্র রাতের ঘুম খায়

ঘুনপোকা
চোরাপথে
আবার কাঁদায়
এতদিন শুনেছি যে আর্তস্বর
বহুদূরাগত -
সে কার , সে বা কার
মাতন লাগে শিরায়
চোখে লাগে হৃৎপিন্ডের জ্যোতি
নানা রঙের
সযত্নে বন্ধ রাখি মুখ
বুঝি বা 
আবার হারায়


লেখনী থামে না তবু

পারিজাতের সৌন্দর্য
খাতার পাতায় ।

No comments: