Tuesday, September 25, 2018

চেয়ারটা

চেয়ারটা


অনেকবার ভেবেছি
এবারে
এই হাতলভাঙা চেয়ারটাকে
অবসর দেব
চেয়ারটার বয়সও কম হল না
আর কতদিন
নিঃশব্দে ঘাড় গুজে
এক একটি শরীরের ভার বহন করবে

পারিনি তবু
এক একটি আবেশ 
পারেনি সরিয়ে দিতে চেয়ারটাকে

সারাদিন শেষে কর্মশ্রান্ত শরীরটাকে
টেনে হিচড়ে নিয়ে এসেছি চেয়ারটার কাছে
অসীম স্নেহে গ্রহন করেছে আমায় সঙ্গে সঙ্গে
নিয়ে গেছে অতীতের কোন মায়াবি রাতে
যখন
জ্যোৎস্নার সমুদ্রের মাঝে
চেয়ারটাতে বসে
রাতের তারা গুনেছি
বসন্তের দুপুরে জানালার ধারে বসে
কোকিলের বিশ্রম্ভালাপ শুনেছি
আবার
তোমার আমার প্রেমের সাক্ষিও এ
তাই
শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি অবসরের
নির্দ্বিধায় বহন করেছে আমায়
আমৃত্যু ........

No comments: