Wednesday, September 26, 2018

আমি পারি

আমি পারি


তুমি যদি চাও
আকাশটাকে ছিন্নভিন্ন করে
মেঘের ভিতর থেকে
বিদ্যুৎ নিয়ে আসতে হয়ত পারব না


সমুদ্র থেকে মুক্ত তুলে আনতে হয়ত 
পারব না ।


হয়ত পারব না পাহাড়ের সর্ব্বোচ্চ শিখর থেকে
ভোরের স্নিগ্ধ শিশিরের বিন্দু নিয়ে আসতে ।


কিন্তু আমার তো একটা জীবন আছে
একেবারে নিজস্ব একটা জীবন
অকপটে পারি নিঃশেষ করে দিতে
তোমার জন্য


আনন্দের সাথে ।

স্মৃতি

স্মৃতি


পুরনো পাতা ঝরে পড়ে --
সে তো পড়বেই
ঝরা পাতাই বহন করে আনে
আগামী দিনের পূর্বাভাষ
নূতনকে অভ্যর্থনা করার জন্য
পুরাতনের বিদায় তাই অপরিহার্য

আমাদের স্মৃতিগুলি
সময়ের কোপে বলি হয়ে গেলেও
মুছে যায় না

আমরা মুছে যেতে দিই না
বসন্তের বিদায় প্রত্যাশা করে থাকে
আগামী বসন্তকে
এমনি - চিরদিন - চিরকাল -
চিরকাল মানব মনে , দেহে ঘটে বিবর্তন
একটি করে বসন্ত হয় অতীত স্মৃতির প্রক্ষেপন
ইতিহাসের গর্ভে এক একটি স্মৃতি ।

Tuesday, September 25, 2018

চেয়ারটা

চেয়ারটা


অনেকবার ভেবেছি
এবারে
এই হাতলভাঙা চেয়ারটাকে
অবসর দেব
চেয়ারটার বয়সও কম হল না
আর কতদিন
নিঃশব্দে ঘাড় গুজে
এক একটি শরীরের ভার বহন করবে

পারিনি তবু
এক একটি আবেশ 
পারেনি সরিয়ে দিতে চেয়ারটাকে

সারাদিন শেষে কর্মশ্রান্ত শরীরটাকে
টেনে হিচড়ে নিয়ে এসেছি চেয়ারটার কাছে
অসীম স্নেহে গ্রহন করেছে আমায় সঙ্গে সঙ্গে
নিয়ে গেছে অতীতের কোন মায়াবি রাতে
যখন
জ্যোৎস্নার সমুদ্রের মাঝে
চেয়ারটাতে বসে
রাতের তারা গুনেছি
বসন্তের দুপুরে জানালার ধারে বসে
কোকিলের বিশ্রম্ভালাপ শুনেছি
আবার
তোমার আমার প্রেমের সাক্ষিও এ
তাই
শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি অবসরের
নির্দ্বিধায় বহন করেছে আমায়
আমৃত্যু ........

শুধু চাই

শুধু চাই

আঁধার রাতের ধাঁধাঁর মাঝে
হারিয়েছিলাম যবে
সোনালি এক আলোর দিশা
জাগল অনুভবে
ক্লান্ত শ্রান্ত পথের মাঝে
চিরপথিক আমি
চিনিয়েছিলে পথের দেবতা
মৃত্যু উত্তরনী
পথের ধারেই ঘর বাঁধলাম
বুকে নিয়ে আশা
চাই না যে আর কাঁচের পুতুল
চাই যে ভালোবাসা
চাই না মুক্ত , চাই না সূক্তি
চাই না আমি হেম
পরশে পরশে দিয়ে যেতে চাই
বুক ভরা এই প্রেম ।

Sunday, September 16, 2018

আমি কে ?

আমি কে ?


যদি বল ,
মাখনের চেয়ে নরম 
তোমার মন
বলব ,
ভুল বুঝেছ তুমি
  
যদি বল ,
উদার তোমার হৃদয়
বলব ,
অনুভবের পরশ পাথর
স্পর্শ করিয়েছ কি ?


যদি ভাব , 
বন্ধু আমি - সাথি আমি
স্বপ্ন আমি তোমার


বলব ,
হৃদয়ের বন্ধ জানালাগুলি
দাও খুলে একবার
দেখবে ,
মৌমাছিরা গুনগুন করে
ফিরে যাচ্ছে আবার
ভুলেও বসছে না ফুলের ওপর

Thursday, September 13, 2018

তবে কি হারিয়ে গেছ

তবে কি হারিয়ে গেছ

বড় রাস্তাটা পার হতে গিয়ে
দেখেছিলাম তোমায় ,
কিন্তু -
একটা স্টেট বাস থামতেই
হারিয়ে গেলে তুমি ,
আর খুঁজে পেলাম না -


সেদিন খেলার মাঠে
একদল ছেলের মাঝে
তোমায় দেখেছিলাম ।
কিন্তু -
চোখ ফেরাতেই
'গোল' , 'গোল' চিৎকার
হারিয়ে গেলে তুমি


একবার পুজো মন্ডপে
খাঁকি রঙের শার্ট গায়ে
বসেছিলে তুমি -
কিন্তু -
মায়ের ডাকে পিছন ফিরে চাইতেই
আর দেখতে পেলাম না তোমায় ।


তবে কি হারিয়ে গেছ 
বহু জনের মাঝে 
অস্পষ্ট কুয়াশার আঁধারে ?
তবে কি হারিয়ে গেছ
যন্ত্র দানবের ভীড়ে 
শিউলির সুগন্ধির মত ?

আমরা মেয়ে

আমরা মেয়ে

আবেগ উচ্ছ্বাস বর্জনীয় ,
এসব ওসব করনীয় ,
এটা তো নয় গ্রহনীয় ,
- এই আমাদের গন্ডী ।

আমরা মেয়ে 
বিশ্ব ছেয়ে
মোদের পরিচয় ।
এ উদ্যান
সে উদ্যান
ঘুরে বেড়াতে হয় ।

গগন তলায় ,
মানরক্ষার অবহেলায়
আমরা চিরকালীন দন্ডী
- এই আমাদের গন্ডী ।