Friday, August 31, 2018

ছেলেবেলার কাটুমকুটুম


ছেলেবেলার কাটুমকুটুম

ছেলেবেলার সেদিনগুলো
ছিল কত রঙীন
রঙফানুষে ভেসে যেতাম
স্বপ্ন নিয়ে সেদিন 
স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন
আপনি মাষ্টারমশাই
স্বপ্নভেলায় কাটুমকুটুম
কোথায় ভেসে যাই
হয়নি দেখা অনেক কিছুই
দেশবিদেশে গিয়ে
আপনার বলা চিত্রকথায়
সবই যেত মিলে
মনে মনে ভেবেছিলাম
যেদিন বড় হব
আপনার মত ঞ্জানসাগরে
ঠিক পারি দেব
দেশবিদেশ আর দূর রবে না
যেদিন কাছে যাব
এমনি কি আর থাকব নাকি 
ঠিকই বড় হব ।

3 comments:

Unknown said...

Khub sundor

Sipra Basak said...
This comment has been removed by the author.
Unknown said...

I too liked it