Wednesday, August 15, 2018

দরিদ্র মাতা

দরিদ্র মাতা
মাগো , তোমার দারিদ্র-ক্লিষ্ট
অমন পাংশু মুখ
যতবার দেখি ব্যাথা লাগে মনে
ভেঙে যায় এই বুক
কাঁদে তোমার সন্তানেরা
একমুঠো ভাতের তরে
অক্ষম তুমি , দরিদ্র মাগো
চোখে আসে জল ভরে
তবুও প্রশান্তি তোমার সৌন্দর্য
সুধারস পানে
তবুও কোকিল মুখরিত হয়
নব অরন্যের গানে
তবুও এখানে অঞ্চল ভরে
ফোটে কত ফুল ও ফল
হোক না পৃথিবীর একভাগ স্থল
তিনভাগ লোনা জল ।