Sunday, July 8, 2018

তোমার প্রতীক্ষায় নির্বাসন


তোমার প্রতীক্ষায় নির্বাসন



স্বেচ্ছায় করে নেব আলিঙ্গন তোমায়
তবু যদি
মনে হয়
জীবন আশ্লেষে

বড় মধুর এ জীবন
একেঁ দিও অধরে একটি শুধু আশিষচুম্বন
তারপর
হেমন্তের ঝরা পাতা হিমেল বাতাসে উড়ে
যাবে জানি নিরুদ্দেশের পথে
নব প্রেম সন্ধানে
ধানের গুচ্ছ যেমন একটু করে সোনালি হয়
সোনা রঙে রাঙাবে তেমন তোমার সম্মোহন
কাঁচা রোদ ছড়িয়ে দেওয়া সোনালী ঊষা
আবার অনাবিল হবে
আমি নতুন পাতাঝরার দেশে
আবার মাতব খেলায় কুহেলিকা সাথে
তোমার প্রতীক্ষায় ।

No comments: