Friday, June 29, 2018

অবুঝ প্রেম


অবুঝ প্রেম 


চুপিসারে বৃষ্টি নামে আমার শিরায়
অথবা অঝোরে কেঁদে চলে আমার রোমান্টিক মন
পরিষ্কার শূণ্য দেখি হৃদয়ের তলদেশ
কবিতাও শূণ্য করে চলে গেছে কবে

হাত খোঁজে হাত বাড়ায় অবুঝ হৃদয়
সেতারে ওঠে না সুর , কন্ঠে নেই গান
অনুভবে ঢেড়া মেলে প্রেমের ঘরে
আমার প্রেম এমন দিনে পাশ ফিরে শোয় ।

ভালোবাসারা কাঁদে


ভালোবাসারা  কাঁদে 



অন্ধকারের হিমকুঞ্চন গহ্বর থেকে উঠে এসে
ভালোবাসতে চেয়েছিল সে
এক আকাশ ভালোবাসা ছিল তার

হল না -
ভালোবাসারা কি এক চুম্বকটানে
পদস্খলিত হয়ে পড়ল অপাত্রে
সত্ত্বা হারালো তাই - 
জলবত্ তরলং ভালোবাসার আকার তাই অপাত্র

এখন এতে শুধুই আঁচরের দাগ আর অজস্র ফাটল
আর ফাটল বেয়ে উঁকি দেয় চীনে বট
অনাকাঙ্খিত অনধিকার প্রবেশ
তবুও দাপট তার
ভালোবাসা গুমরে গুমরে কাঁদে

তোমার অজান্তে তাই নদী কান্না হয়ে বয় ।

হারানো সুর

                                                              হারানো সুর                                                                                                                                                                                                                                                   




 মনের  পাথরে একটুখানি ক্ষয় ধরেছে  
        তাই, আজ কৃষ্ণচূড়ায় রং ধরেছে 
      রং যদি হয় কমলা লাল 
তবে বুঝি 
এ ক্ষয় চলবে অনন্তকাল 
কিংবা যদি হয় আগুন রাঙা 
মনের কোন যেন আছে 
উদাস করা গল্পখানা 
এক যে ছিল রাজকন্যে 
না,না, রাজকন্যা নয়  সে মেয়ে 
সে ছিল এক দুরন্ত বিকেল 
কখন আসে , কখন যায় 
কেউ জানে না 


তখন বুঝি সন্ধ্যা হলো 
রাত্রি নামে - রাত্রি নামে 
হারিয়ে গেলো 
আর তো তারে কেউ পেলো না

Wednesday, June 27, 2018

আরাধিকা

আরাধিকা

প্রাণের ঠাকুর রবি ঠাকুর,ভাষার ঠাকুরও তুমি
স্বপ্ন দেখিতোমার ভাষায়,জাগরণেও তুমি
তোমার কথায় হেসে উঠি আর তোমাতেই খুঁজি সুখ
একি মন্থন ! করি রোমন্থন ভুলে যাই যত দুঃখ
যতই পরি রঙীন কাজল , অলীক ফানুস ওড়াই
কুড়িয়ে পাওয়া নুড়িগুলি দিনশেষে যদি মেলাই
শূণ্য সবই,শূণ্য যে পাই,বিশ্বাসে নেই ভিত
রবি ঠাকুর,তুমি,এ কি করেছ,জীবনে তুমি কি মিথ!
তোমার পাগলা মেহের আলি এসে একবার যদি বলে
'সব ঝুট হ্যায়,তফাত্ যাওগো,তফাত্চ যাওগো চলে'
মনে হয় যেন আর জন্মেও 'ঝুট' থেকে যাব সরে
বিশ্বাস কর ঠাকুর তুমি মর্মে রয়েছি মরে
মর্মবেদনা কাকে বলি আর দিনশেষে তোমার পূজায়
আরাধনা করি - দয়া কর ঠাকুর,জাগ্রত কর চেতনায় ।