Sunday, January 23, 2022

ফিরে এসো সুভাষ

ফিরে এসো সুভাষ
          শিপ্রা বসাক 


বাঙালি আজও অপেক্ষার প্রহর গোনে ,
তোমার জন্য প্রিয় ---
শূন্য সিংহাসন ডুকরে কাঁদে ,
অপেক্ষায় ম্লান অভিষেকের নৈবেদ্য ,
 
ফিরে এসো প্রিয় ---
যে অঙ্গুলি নির্দেশে সমস্ত ভারতভূমি
হয়েছিল কম্পমান ,
স্বপ্নে খুঁজে ফিরি সেই ভরসার আঙ্গুল ,
হাতরে ফিরি আঁধার পথ ,
কোন পথে তোমার অন্তর্ধান ---

বাতাসে কান পেতে রই ,
দিগন্তে ওই যে ধুলোর ঝড় ---
কঠিন অশ্বক্ষুরের ধ্বনি --- 
তবে কি সময় হলো ---

আবার উঠবে ঝড় ,
আসবে প্লাবন ,
রক্তের চোরাস্রোতে ঘটবে সুনামি ,
দিগ্বিদিক মুখরিত হবে তোমার জয়গানে ,
আকাশে বাতাসে শোনা যাবে আনন্দবার্তা ,
নদী হাসবে খরস্রোতে ,
ফুল ফল পুষ্পাচারে তোমার আবাহন ---

ফিরে এসো সুভাষ ---
অভিমানী সুভাষ , ফিরে এসো ।