Wednesday, September 1, 2021

বোধন

বোধন
শিপ্রা বসাক 


ওপারে কাশফুলের পেছনে সূর্য হাসছে  ,
বাজছে আগমনীর বাজনা  ,
আকাশে বাতাসে আনন্দের হুল্লোড়  ,
মজা-বিলের বুকে এসেছে যৌবনের জোয়ার  ,
আনন্দে খুশি খুশি পদ্মের কুঁড়ি 
গ্রাম শহর আজ একাকার উপচানো আনন্দের বন্যায় 
প্রকৃতি ও মানুষ  মিলেমিশে একাকার 

এপারে হারানের ছোট্ট ঘরে সদ্যফোঁটা পদ্মকুঁড়ি 
লালচে ঠোঁট, জুলুজুলু চোখে দেখছে নতুন পৃথিবী 
নবজাতকের সুতীব্র চীৎকারে ভাসছে হারানের ঘর 
আজলাভরে শিউলি কুড়িয়ে এনেছে হারান  ।
নবজাত কন্যার পায়ে অঞ্জলি দেয়
মাগো,  আমি মন্ত্র জানি না,  হোম জানি না, 
শুধু জানি শিউলির গন্ধ নিয়ে 
আমার ভাঙাঘরে তুই আমার দুর্গা  ,
তোর ছোট্ট ছোট্ট চোখে আমার এক পৃথিবী আলো  ,
ছোট্ট ছোট্ট হাতে বরাভয়  ,
সমস্ত অন্যায়ের উর্দ্ধে উঠুক তোর মুষ্টি, 
অপরাধের অন্ধকারে জ্বলে উঠুক তোর ত্রিনয়ন  ,
তোর দয়ায় যেন প্রাণ পায় অসহায়  ।
তোর হুঙ্কারে কেঁপে উঠুক দুর্বার  ,
স্তব্ধ হোক উৎপীড়কের উদ্দাম নৃত্য, 
পৃথিবী জুড়ে সমস্ত পিতার বুক ভরে উঠুক কন্যাগর্বে  ,
বারবার সংকটমুহূর্তে আবির্ভাব ঘটুক দানবদলনীর
ধ্বংস হোক রক্তবীজের বংশধর 

ঢাক বেজে ওঠে ড্যাং ড্যাডাং, ড্যাং ড্যাডাং, ড্যাং ড্যাডাং 
সঙ্গতে কাসর,  শঙ্খধ্বনিতে মেতে ওঠে 
শরতের আকাশ বাতাস  ----
স্নিগ্ধ হাসিতে বোধন সম্পন্ন হয়, 
চিন্ময়ী মিশে যায় মৃন্ময়ীর আবছায়ায়  ,
মৃন্ময়ী চিন্ময়ীর মায়ায়। 
হারান আনন্দ-অশ্রুতে প্রণাম জানায় 
মৃন্ময়ীর উদ্দেশ্যে, বুকে তার ছোট্ট চিন্ময়ী  ।