Thursday, October 8, 2020

স্বপ্নসুখের বাসা

স্বপ্নসুখের বাসা

ভালোবাসার চিরাগখানি
নিজো হাতে জ্বেলে ,
নতুনভাবে নতুনসাজে
যেদিন নিয়ে এলে ---

লক্ষ্য আশা ভালোবাসার
স্বপ্নসুখের ঘরে ,
ঝলমলিয়ে উঠল হাসি
আনন্দ না ধরে ।

জীবনপথে চলতে গিয়ে
কত কান্না হাসি
হার মেনেছে , জয় হয়েছে
স্বপ্ন রাশি রাশি ।

যতই আসুক বাধার পাহাড়
ভয় জানি নেই কোনো
সারাজীবন থাকব পাশে
পণ করেছি , শোনো ।

বুকের মাঝে আগলে রেখো
ভরসা রেখো প্রাণে ,
বাকী জীবন কাটবে সুখে
ভরবে গানে গানে ।