Tuesday, June 23, 2020

বেসাতি


বেসাতি

চারিদিকে রঙের বেসাতি

এক আজলা নীল তুলে নিই আকাশ থেকে
পরবো কাজল ,
খুঁটে তুলি একটু লাল কৃষ্ণচূড়া থেকে
রাঙাবো ঠোঁট ,
অলক্তরাগে বাজবে নূপুর পায়ে
মৃদুমন্দ হাওয়ার স্পর্শে চিকনকালো মৌটুসীর মতো
কিংবা দোয়েলের শিষে উঠবে সুর প্রভাতের
কচি ঘাসের সবুজে ছাপাবো শাড়ি
দেবো কলকের হলুদ
রঙ্গনের রঙ্গ লাগবে চোখে
শরীরজুড়ে উঠবে জুঁইয়ের সুবাস
তুমি পরিয়ে দিয়ো প্রেমের কুমকুম , রাঙা সূর্য
আর ওপারে আকাশজুড়ে উঠবে ঢেউ ছলাৎছল

ভাসবো , ডুববো , করবো অবগাহন তোমার বুকে
কখনো বা প্রজাপতি  হবো
শরীরজুড়ে রঙের আলাপন
সারাজীবনের মরুতৃষ্ণা আমার
‌শুষে নেবো আকন্ঠভরে , পাবো অমৃতের স্বাদ

আবার হারাবো আমি বেসাতিনগরে.....