Friday, May 1, 2020

বন্ধ চিঠি

 বন্ধ চিঠি


মেঘলা শুধু আকাশ নাকি মনের কোনেও মেঘ নামে
অনেক কথাই থাকে জমা মনের কোনে বন্ধ খামে
পোষ্ট হয়না কোনোদিনই মেঘ শুধু জমতে থাকে
আকাশজুড়ে রঙের খেলায় বোঝেনা সে খুঁজবে কাকে
রাতের পড়ে রাত কেটে যায় চোখের জলে বালিশ ভেজে
বিরাট বড় মঞ্চটাতে অভিনয় কত নায়ক সেজে

ঝড় ওঠে যেই ধুলো ওড়ে পাতাও ওড়ে খুলে মুঠি
সেই বাড়িটা খুঁজে পায়না হেলায় ফেরে বন্ধ চিঠি

চিঠি বাঁধি সাদা পায়রার নরম নরম পায়ের খুটে
আদর করে সোহাগ দিয়ে দানা জোটাই শক্ত ঠোঁটে
হতভাগার আকাশ তবু ঘরের কোনে শিলিং ফ্যানে
কত কথাই বকমবকম জানিয়ে দিল আপন মনে
আমি আবার হন্যে হয়ে ডাকপিয়নের আশায় ফিরি
বুঝিনি সেও ফিরে গেছে সঙ্গে নিয়ে ডাকের ঝুড়ি
আকাশে আবার রঙ জমেছে মেঘের দেখা কেউ পায়না
কিন্তু আমার বন্ধ চিঠি , বন্ধ থাকে কেউ ছোয়না ...