Wednesday, April 22, 2020

মহামারী

মহামারী

আমার জন্য কী রেখেছিস ?

শুধুই চোখের জল 
দুই চোখ উপছে পড়া
শুধুই নোনা জল
বুকের মধ্যে এক সমুদ্র
গর্জে ওঠে যেই
পাহাড়প্রমাণ ঢেউগুলো তার
হারিয়ে ফেলে খেই
দু'চোখজুড়ে শ্রাবণ ঘনায়
বুকে মেঘের ডাক
প্রাণখানি তার দুমড়ে ওঠে
মৃত্যুর হাঁকপাঁক ।

আমার জন্য কী এনেছিস ?

বরফশীতল রাত
ঘরছাড়া কত অনাত্মীয়ের
বাড়িয়ে দেওয়া হাত
হাত ধুয়েছি , হাত ধোয়ালাম
হাত ধোয়াবো কত
বিশ্বজুড়ে রব উঠেছে
হাত উঠেছে শত
সে হাত এখন গ্লাভসে মোড়া
অচেনা জীবানুর ভয়
মাস্কে ঢেকেছে নাকমুখ , তবু
এখনো হিংসা হয়
এখনো ক্রদ্ধ প্রতিশোধের
আগুন জ্বলে ঘরে
কে যে তোকে এনেছিল
আর কে যে কেঁদে মরে

আমার জন্য কী রাখবে !

উদোম খোলা মাঠ
পা ডোবানো জল টলটল
আ-বাধা নদীর ঘাট
তুমি যখন জন্মেছিলে
আকাশ ছিল কালো
এতদিনের সচেতনতায়
আবার আকাশ আলো
আকাশজুড়ে ঝিকিরমিকির
তারাচাঁদের হাসি
নাম-না-জানা পাখির কুজন
বলছে , ' ভালোবাসি '
আরেকটু শুধু , আরেকটুকাল
ধৈর্য্য ধরে থাকো
কঠিন সময় পার হবো ঠিক
এ বিশ্বাস রাখো
প্রকৃতি হাসবে উদার হাসি
আশির্বাদের ঢেউ
ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে
কাঁদবে না আরর কেউ ।